ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে সোমবার দুপুরে বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের স্মরণে মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
আহত শিক্ষার্থীদের স্বজনরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ করছেন, সেখানে কান্নার রোল আর উদ্বেগের দৃশ্য দেখা গেছে। তবে হাসপাতাল থেকে বাসায় ওষুধ আনা-নেওয়া এবং যাতায়াতে সমস্যায় পড়ছেন অনেক স্বজন।
এই সংকটের মধ্যে মানবতার সেবায় এগিয়ে এসেছেন তুষার নামের এক যুবক।
তুষার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এলাকায় মোটরসাইকেল নিয়ে সকাল সকাল হাজির থাকেন। তার বাইকের সামনে ‘ফ্রি রোগীর পরিবারের সহায়তায় নিয়োজিত’ লেখা একটি স্টিকার লাগিয়ে রেখেছেন।
তুষার জানান, তিনি মূলত মানবিক তাগিদ থেকে এই উদ্যোগ নিয়েছেন।
তিনি আরো বলেন, ‘আমি বার্ন ইউনিটের সামনে অবস্থান নিয়েছি। সকাল থেকে এখন পর্যন্ত ৪ জন রোগীর পরিবারকে পরিবহন সেবা দিতে পেরেছি। দুপুরের দিকে একটু চাপ কম ছিল, এখন আবার চাপ শুরু হয়েছে। এই যে ফোন আসছে, সম্ভবত কোনো যাত্রীকে নিয়ে যেতে হবে।
তুষার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, ‘দেখুন আমার পক্ষে এই বাইকটা দিয়ে সেবা দেওয়াই সর্বোচ্চ সম্ভব। তাই আমি এটা নিয়ে চলে আসছি। আর যখন সবাই এগিয়ে আসছে একটা দিন কি আমি ছুটি নিয়ে এসব মানুষের সেবায় কাটাতে পারি না?’
এআইএল/