দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই: বিমান বাহিনী প্রধান

by hsnalmahmud@gmail.com

মিরপুরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দেশে ছড়ানো গুজব ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

মঙ্গলবার কুর্মিটোলায় বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ‘দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই। আমরা দেশের মানুষের কাছেই জবাবদিহি করি। গুজব ছড়িয়ে জাতির নিরাপত্তার স্তম্ভকে দুর্বল করবেন না।’

বিজ্ঞাপন
banner

তিনি জানান, ঘটনাস্থলে অশান্তি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অত্যন্ত দুঃখজনক। হতাহতের সঠিক তথ্য পাওয়া মাত্রই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তা প্রকাশ করছে।

বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ‘প্রযুক্তি পুরোনো হতে পারে, কিন্তু আমাদের ব্যবহৃত বিমানগুলো নয়। প্রতিটি বিমানের নির্দিষ্ট আয়ু থাকে, এবং আমরা কখনোই রক্ষণাবেক্ষণে আপোষ করি না।’

তিনি আরও জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ করবে।

পাইলট তৌকির ইসলামের আত্মত্যাগ স্মরণ করে এয়ার চিফ মার্শাল বলেন, ‘তিনি নিজের জীবন দিয়ে একটি জনবহুল এলাকা থেকে বিমানটি সরিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তৌকির একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন।’

এছাড়া তিনি দেশজুড়ে এই বিপদের সময় সক্রিয় সহায়তা প্রদানকারী সরকারি-বেসরকারি সব সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, স্বেচ্ছাসেবী, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222