সচিবালয়ে ধ্বংসযজ্ঞ চালানো নিষিদ্ধ ছাত্রলীগের ৩ ক্যাডার গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

সচিবালয়ের ভিতরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ ক্যাডারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার রাজধানীর সায়দাবাদ ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তারকৃতরা হলো: অভিষেক সিকদার, আবু সুফিয়ান এবং আশিকুর রহমান। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের প্রাণচিশ সিকদারের ছেলে অভিষেক সিকদার। কুমিল্লা জেলার লাকসাম উপজেলার আমির হোসেনের ছেলে আবু সুফিয়ান। আশিকুর রহমানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মধ্যপাড়ায়। পিতা জয়নাল আবদিন।

সচিবালয়ের ঘটনার পর ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ক্রমান্বয়ে অপরাধে যুক্ত সকলকে আইনের আওতায় আনা হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222