ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য অটুট রয়েছে: মির্জা ফখরুল

by amirulislamluqman20@gmail.com

ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের কোন অভাব নেই এবং ঐক্য অটুট রয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার ছড়াছড়ি, কখনো পক্ষে কথা বিপক্ষে বকাবকি এগুলো থাকবে। এটাই রাজনীতি।

বুধবার (২৩ জুলাই) রাজধানীর গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

ফখরুল ইসলাম বলেন, রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল। বিভিন্ন ধরনের কথাবার্তার মধ্য দিয়ে গণতন্ত্র শানিত হচ্ছে। শতফুল ফুটতে দিতে হবে। গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দেয়া। প্রত্যেকের কথা শুনতে হবে।

তিনি বলেন, ৩১ দফার আলোকে আমরা বাংলাদেশে একটা আধুনিক উন্নত রাষ্ট্র নির্মাণ করার যে প্রতিশ্রুতি দিয়েছি। সেই কমিটমেন্টে সকল ধর্ম জাতি গোষ্ঠী ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে নিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করব।

গতকাল রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কোন ক্রাইসিস তৈরি হয় সরকারের তখন তারা আমাদেরকে ডাকেন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাই যাই। গণতন্ত্রের উত্তোলনের জন্যে যা কিছুই করা দরকার সেই কাজগুলো করব।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222