রাজধানীর ডেমরার শাপলা চত্বরে একটি নির্মাণাধীন ভবনে মোবাইল ফোন চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২৫ বছর।
বুধবার (২৩ জুলাই) দুপুরে আহত তরুণকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক জানান, দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই তরুণকে উদ্ধার করি। স্থানীয়দের বরাতে জানতে পারি, সে শাপলা চত্বরের একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরি করতে গিয়েছিল বলে সন্দেহ করা হয়। পরে জনতা তাকে গণপিটুনি দেয়।
তিনি আরও বলেন, আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তা শনাক্তের চেষ্টা চলছে। লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
এআইএল/