বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর হযরত মাওলানা মামুনুল হক (দা.বা.) ও অন্যান্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অশালীন ও অশোভন মন্তব্য করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই) সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘মহাসচিব (অধ্যক্ষ ইউনুস আহমদ) মহোদয়ের পূর্ব সতর্কতার পরও ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের কতিপয় দায়িত্বশীল, কর্মী ও সদস্য সামাজিক মাধ্যমে অবিবেচকের মতো মন্তব্য করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। একইসঙ্গে তারা বন্ধুপ্রতিম ইসলামী সংগঠনের সঙ্গে সুসম্পর্ক ও আগামী দিনের ঐক্যের সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করেছে।’
তিনি জানান, দোষীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘ইসলামী আন্দোলন একটি আদর্শ ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক সংগঠন। ব্যক্তিগত আবেগ, কটুক্তি কিংবা উসকানিমূলক আচরণ এই সংগঠনের আদর্শ পরিপন্থী। কারো ব্যক্তিগত দায়িত্বহীন আচরণের দায় সংগঠন নেবে না।’
তিনি সংগঠনের সকল স্তরের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান—যাতে সামাজিক মাধ্যমে সংযত আচরণ, ওলামায়ে কেরামের প্রতি সম্মান ও ইসলামী ঐক্যের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীলতা বজায় রাখা হয়।
হাআমা/