এস আলমের দুর্নীতি খুঁজে পাওয়া গোয়েন্দা কর্মকর্তাকে সরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক

by amirulislamluqman20@gmail.com

এস আলম গ্রুপের ঋণ অনিয়ম ও অর্থ পাচার অনুসন্ধান কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। গ্রুপের এসব অনিয়মের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নেতৃত্বে ছিলেন যুগ্ম পরিচালক মোশাররফ হোসেন। সম্প্রতি তদন্তকারী এই কর্মকর্তা গ্রুপটির আমদানির আড়ালে অর্থ পাচার খুঁজে পায়। আর এতেই বাধে বিপত্তি। ফলে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের-১ (এইচআরডি) যুগ্ম পরিচালক কুমকুম সুলতানার স্বাক্ষরিত এক অর্ডারে তাকে বিএফআইইউ থেকে বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগে বদলি করা হয়।

বিজ্ঞাপন
banner

বিএফআইইউর প্রধান শাহীনুল ইসলামের নির্দেশে তাকে সরানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে সায় দেন এইচআরডির ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। একই আদেশে আরো ১০ কর্মকর্তাকে বদলি করা হয়।

একাধিক সূত্র জানিয়েছে, এস আলমের অনুসন্ধান কার্যক্রম একদম শেষ পর্যায়ে রয়েছে। সম্প্রতি ওই কর্মকর্তা এস আলম গ্রুপের আমদানির আড়ালে অর্থ পাচার সংক্রান্ত অনিয়ম খুঁজে পায়। আর এসব যাতে প্রতিবেদনে না আসে তাই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

‎তারা আরো বলেন, এস আলমের অনিয়ম অনেক। এতদিন ধরে যে কর্মকর্তা এসব অনিয়মের চিত্র তুলে নিয়ে আসছে তাকে কার স্বার্থে সরিয়ে দেওয়া হয়েছে তা বোধগম্য নয়। কারণ গত ১১ মাস এই কর্মকর্তা অনুসন্ধান করলেও তাকে সরানো হয়নি। তদন্ত ধীরগতি বা আমদানির আড়ালে অর্থ পাচার চিত্র যাতে উঠে না আসে এজন্য হয়তো তাকে সরানো হয়ে থাকতে পারে। বাংলাদেশ ব্যাংকের এটা রেগুলার নিয়ম হলেও কিছু ক্ষেত্রে তো বিশেষ হয়ে থাকে। যেহেতু তিনি বড় একটি গ্রুপের বিষয়ে অনুসন্ধান করতেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলাম বলেন, আমার নির্দেশে সরানো হয়নি। বাংলাদেশ ব্যাংকের অর্ডারে তাকে সরানো হয়েছে। সরানোর বিষয়ের কারণ জানাতে পারবেন ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। কারণ তিনি ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর।

এদিকে ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীকে এ বিষয়ে জানতে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তী সময়ে মেসেজ পাঠানো হলে কোনো উত্তর দেননি।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বদলি- এটা বাংলাদেশ ব্যাংকের রেগুলার প্রক্রিয়া। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কাজ সৃষ্টি হয় না। বদলির জন্য ওই তদন্ত কাজ আটকে থাকবে না।

উল্লেখ্য, ‎‎ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি ধ্বংস করা হয় ব্যাংক খাত। আর এই খাত ধ্বংস করেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম গ্রুপ। রাজনৈতিক পট-পরিবর্তনের পর এস আলম গ্রুপসহ বড় বড় শিল্প গ্রুপের ঋণ অনিয়ম, দুর্নীতি ও বিদেশে অর্থপাচার অনুসন্ধান শুরু করে বিএফআইইউ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222