উপদেষ্টারা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা ও নিজেদের সম্পদের হিসাব না দেওয়ায় কড়া সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ফেসবুক পেইজে সমালোচনা করে তিনি লেখেন, বিদেশিদের খুশি করতে সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে শিগগিরই এর প্রতিবাদে সর্বস্তরের জনগণ মাঠে নামবে।
রাশেদ খান লেখেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সরকারের উপদেষ্টারা বলেছিলেন, প্রতি মাসে তারা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা ও নিজেদের সম্পদের হিসাব জনসমক্ষে দাখিল করবেন। কিন্তু সরকারের ১ বছরে কোনো একটি মন্ত্রণালয়ও এই হিসাব দাখিল করেনি। এ নিয়ে যখন প্রশ্ন উত্থাপিত হয়, তখন একটি সুবিধাবাদী গোষ্ঠী, যারা এই সরকারের আমলে টেন্ডার, তদবির, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন কোম্পানি থেকে অর্থ আদায় করেছে, তারা বলতে শুরু করে আগে নিজের হিসাব দাখিল করেন।
এরা সরকারের কাছে কোনো ধরনের জবাবদিহি চাওয়া পছন্দ করে না। কারণ জবাবদিহি শুরু হলে, এদের নাম প্রকাশ হয়ে যেতে পারে। যেমনিভাবে গাজী সালাউদ্দীন তানভীরের নাম বাইরে এসেছে।
তিনি লেখেন, সরকার এসব নীতিহীনদের খপ্পরে পড়েই জবাবদিহিহীন হয়ে পড়েছে। বিভিন্নভাবে যে ছায়া সরকারের কথা শোনা যায়, এরাই সেই ছায়া সরকার চালায়। যখন উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ের সম্পদের হিসাব দেওয়া শুরু করবে, তখন এদের মাতব্বরি বন্ধ হয়ে যাবে, তাই এরা সরকারকে হিসাব দিতে দেয় না। তারা উপদেষ্টাদের বলে, অতীতে কোন সরকার এরকম হিসাব দিয়েছে যে, আপনারা দেবেন!
রাশেদ খান লেখেন, সরকারকে জনগণ ১ বছর সময় দিয়েছে। এরমধ্যে ওইভাবে সমালোচনা, জবাবদিহি করে নাই। কিন্তু রাষ্ট্র চালাতে কেউ বছরের পর বছর সহানুভূতি দেখাবে না। জনগণ এখন থেকে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি চাইবে। এতে সরকারের সুবিধাভোগীরা বিরাগভাজন হলেও করার কিছু নাই। একই সঙ্গে ধর্মীয় সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে বিদেশিদের খুশি করতে এই সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে, খুব শিগগিরই এর প্রতিবাদে জনগণ মাঠে নামবে!
এআইএল/