যেসব দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে জাতিসংঘকে খুঁজে পাওয়া যায় না: চরমোনাই পীর

by amirulislamluqman20@gmail.com

জনগণ চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার, ফ্যাসিস্টমুক্ত দেশ চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, গত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা শুধু জনগণকে ধোঁকাই দিয়েছে।

এবার দেশের মানুষ মুক্তি চায়। এজন্য অবশ্যই আগে গণহত্যার বিচার করতে হবে, তারপর সংস্কার। পরে দেখা যাবে নির্বাচন। একই সঙ্গে স্বৈরাচার ও ফ্যাসিস্ট ঠেকাতে অবশ্যই নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৪ জুলাই) পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘যেসব দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে জাতিসংঘকে খুঁজে পাওয়া যায় না। অথচ বাংলাদেশে যেখানে প্রয়োজন নেই, সেখানে মানবাধিকার রক্ষার জন্য বিদেশি অফিস খুলে বসছে। এটা আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ।

আমরা দেশে জাতিসংঘের কোনো মানবাধিকার কার্যালয় চাই না। আমাদের সংবিধান, আইন-আদালত, মানবাধিকার কমিশন আছে এবং জনগণও সচেতন। এ ধরনের কার্যালয় স্থাপন করলে অভ্যন্তরীণ স্থিতিশীলতায় বিঘ্ন ঘটতে পারে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।’

দলের জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জেলার সিনিয়র সহসভাপতি নজরুল আহসান, যুব আন্দোলন পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222