চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তামিম হোসেন (৬) ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকার বেদে সম্প্রদায়ের শরীফ হোসেন ও আলেয়া বেগম দম্পতির সন্তান।
বুধবার (২৩ জুলাই) উপজেলার পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ সড়ক দুর্ঘটনায় আহত হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, বুধবার দুপুরে তামিম মাদ্রাসা থেকে এসে মায়ের জন্য সওদা কিনতে ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকার রাস্তা পার হওয়ার সময় একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাতপাতালে ও পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এআইএল/