পাহাড়ে পার্বত্য সন্ত্রাসীদের দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৪

by amirulislamluqman20@gmail.com

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ (প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএসের (সন্তু) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকের এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন চারজন।

বিজ্ঞাপন
banner

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া গোলাগুলি ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিন্ধু কারবারিপাড়া এলাকায় ইউপিডিএফের সামরিক কমান্ডার বিপ্লব চাকমা নেতৃত্বাধীন ৪০ থেকে ৪৫ জনের একটি দলের মুখোমুখি হয় জেএসএসের সামরিক কমান্ডার জয়দেব চাকমা নেতৃত্বাধীন ৩৫ থেকে ৪০ জনের আরেকটি দল। ওই সময় গোলাগুলি ও নিহতের ঘটনা ঘটে।

তবে, ইউপিডিএফ বলছে, গোলাগুলির বিষয়টি তাদের জানা নেই। এক বিবৃতিতে সংগঠনটি থেকে বলা হয়, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক দল। এ দলে ‘পিপলস লিবারেশন আর্মি’ নামে কোনো সামরিক শাখা নেই।

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222