হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন: সুনামগঞ্জে নাহিদ ইসলাম

by hsnalmahmud@gmail.com

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছেন। এই প্রজন্মের কাঁধে তিনি একটি ভঙ্গুর, অকার্যকর রাষ্ট্র রেখে গেছেন।”

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

নাহিদ ইসলাম বলেন, “আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরেকটি ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে পারি না। যেসব তরুণ জীবন দিয়েছে এই আন্দোলনে, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। সেই প্রজন্মের স্বপ্নপূরণের দায়িত্ব আমাদের।” তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এই রাষ্ট্রের মেরামতের লক্ষ্যে। নতুন করে রাষ্ট্রকে গড়ার, সংস্কার করার জন্যই আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।”

হাওর অঞ্চলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সুনামগঞ্জের উন্নয়ন মানেই হাওড় রক্ষা করে উন্নয়ন। আমাদের নদী ও কৃষিভিত্তিক জীবন-সংগ্রামকে বাদ দিয়ে কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। হাওড় বাঁচলে, দেশ বাঁচবে।” তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি নদী, কৃষক এবং সাধারণ মানুষের রাজনীতি করে।

বিএনপিকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, “তারা তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে, এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা উচ্চকক্ষে পিআরের (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) মাধ্যমে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে চাই। আগামী ৩ আগস্ট ঢাকায় গিয়ে আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায়ের কর্মসূচি পালন করব।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন—এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আরিফ এবং কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ চৌধুরী প্রমুখ।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222