বেইমানি হবে না, শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে: তাজুল ইসলাম

by Nur Alam Khan

প্রসিকিউশনের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে না, তাদের স্বপ্ন আমাদের দ্বারাই বাস্তবায়িত হবে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তাজুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা ক্ষতিপূরণ নয় বরং বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছেন।

তিনি বলেন, শহীদ পরিবারের প্রতি অনুরোধ সাহায্যের জন্য কারও দ্বারস্থ হবেন না। আপোষ করবেন না। জাতি ও রাষ্ট্র হিসেবে এটা আমাদের দায়, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিচার নিয়ে শহীদ পরিবারের ক্ষোভের বিষয়ে চীফ প্রসিকিউটর বলেন, গণহত্যার বিচার বিশ্বের সবচেয়ে জটিল একটি বিষয়। তারপরও তদন্ত রিপোর্ট ৬ মাসের মধ্যে দাখিল করেছি। আগামী ২৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী দেওয়া হবে, যা সরাসরি সম্প্রচার করা হবে।

তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মতো ট্রাইব্যুনালের কলঙ্কিত বিচার হবে না। প্রসিকিউশন টিম দুর্নীতিগ্রস্ত হবে না। আওয়ামী লীগ কোটি টাকা দিয়েও এই প্রসিকিউশন টিমকে কিনতে পারবে না।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222