ইয়েমেনি হুথি গোষ্ঠী শুক্রবার ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলার দায় স্বীকার করেছে, যার মধ্যে দক্ষিণ ইসরাইলের একটি ‘সংবেদনশীল’ স্থানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলাও রয়েছে।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি তাদের আল-মাসিরাহ টিভিতে বলেছেন যে, ফালাস্তিন-২ নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেরশেবা এলাকার দিকে নিক্ষেপ করা হয়েছে। তিনি লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
তিনি আরও বলেন যে, হুথি ড্রোনগুলি ইলাত, আশকেলন এবং হাদেরায় ‘গুরুত্বপূর্ণ’ ইসরাইলি স্থানগুলিতে তিনটি পৃথক অভিযান পরিচালনা করেছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ইয়েমেন থেকে ইসরাইলের উদ্দেশে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে বিমানবাহিনী।
ইসরাইলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছে, হুথিদের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানেনি। এমনকি এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে, গত মঙ্গলবার ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি জানায়।
এনআন/