আদালত অবমাননা মামলায় হবিগঞ্জের সাবেক ডিসি-এডিসির কারাদণ্ড

by amirulislamluqman20@gmail.com

আদালত অবমাননার মামলায় হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসিসহ ৪ কর্মকর্তার এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২৭ জুলাই) হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. তারেক আজিজ এ রায় দেন।

বিজ্ঞাপন
banner

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী।

আদালতের পেশকার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৮ সালে একটি জমি আদালতের রায়ের পরও বাদীকে বুঝিয়ে না দেওয়ায় আব্দুল হামিদ নামের এক ব্যক্তি কারাদণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা করেন।

ওই মামলায় রবিবার (২৭ জুলাই) আদালত আসামিদের এক মাসের কারাদণ্ড দেন।

মামলা সূত্রে জানা যায়, জেলা শহরের খোয়াইমুখ এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদ ১৯৯৫ সালে একটি স্বত্ব মামলা করেন। ওই মামলায় ২০০৭ সালের শেষের দিকে আদালত তার পক্ষে ডিক্রি (রায় দেন) জারি করেন। আদালত ওই সম্পত্তি বাদীকে বুঝিয়ে দিতে তৎকালীন জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী আদালতের রায় উপেক্ষা করে তার ওই জমি বুঝিয়ে দেননি।

পরে ২০০৮ সালের ১১ আগস্ট আব্দুল হামিদ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় আদালত আজ এ রায় দেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222