এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি: সালাহউদ্দিন

by hsnalmahmud@gmail.com

এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর মেয়াদে প্রধানমন্ত্রিত্বের পক্ষে অবস্থান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মতে, এ ধরনের সীমাবদ্ধতা থাকলে ফ্যাসিবাদ ও স্বৈরাচারী প্রবণতা হ্রাস পাবে।

রবিবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম বৈঠক শেষে ব্রিফিংকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “কোনও ব্যক্তি যেন টানা বা বিরতি দিয়ে ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে থাকতে না পারেন—এ বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত। এটি সংবিধানে অন্তর্ভুক্ত হলে গণতন্ত্র শক্তিশালী হবে।”

বিএনপি নেতা জানান, নির্বাচন কমিশনসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানেও একই ধরনের সময়সীমা নির্ধারণের পক্ষে দলটি মত দিয়েছে।

পুলিশ সংস্কার সম্পর্কেও বিএনপির সমর্থন জানিয়ে সালাহউদ্দিন বলেন, “পুলিশ সংস্কার কমিশন গঠন নিয়ে সব রাজনৈতিক দলই একমত। কমিশনের দায়িত্ব হবে—যে কোনও পুলিশ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখার পাশাপাশি বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা।”

নারীর রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “বিদ্যমান ১০০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে কিছু আসনে সরাসরি নির্বাচন করার পক্ষে বিএনপি। পাশাপাশি, প্রতিটি দল যেন ৫ শতাংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেয়—এমন প্রস্তাবও আমরা দিয়েছি। ভবিষ্যতে তা ১০ শতাংশে উন্নীত করা যেতে পারে।”

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত সরকারের; তবে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে যথাযথ প্রক্রিয়ায় তা নির্ধারণ করা উচিত।”

বৈঠকে সংবিধানের পঞ্চম সংশোধনী প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের ধারা পুনঃস্থাপনের পক্ষে আমরা অবস্থান নিয়েছি।”

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222