বিএনপি ও নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

বিএনপি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য গড়ে তোলা, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা এবং পারস্পরিক রাজনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

উভয় দলের নেতৃবৃন্দ আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে অংশ নেওয়া নেতারা জানিয়েছেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে মতবিনিময় ও ঐকমত্য তৈরির লক্ষ্যে এ ধরনের বৈঠক আরও জোরদার করা হবে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222