স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনে সেনাবাহিনী থাকবে: প্রেস সচিব

by amirulislamluqman20@gmail.com

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। যেসব জায়গায় নির্বাচন নিয়ে ঝামেলা হতে পারে সেসব জায়াগা চিহ্নিত করতে বলেছেন প্রধান উপদেষ্টা।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে প্রশিক্ষণ দেয়া হবে। প্রধান উপদেষ্টাকে এ তথ্য জানিয়েছেন পুলিশ প্রধান।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ৬০ হাজার সেনা সদস্য নির্বাচনে দায়িত্বে থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রশাসনের রদবদল নিয়ে সভায় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে প্রশাসনের রদবদল হবে। সব জায়গায় রদবদল হবে এমন সিদ্ধান্ত হয়নি। যেখানে প্রয়োজন সেখানে রদবদল করা হবে।

এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান আজাদ মজুমদার।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক, মিলিটারি সেক্রেটারি, সশস্ত্র বাহিনীর পিএসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222