গোপালগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী রুবি মণ্ডল গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

গোপালগঞ্জের কোটালীপাড়ায় রুবি মণ্ডল বিশ্বাস (৩৫) নামের যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বরিবার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন
banner

আজ সোমবার বিশেষ ক্ষমতা আইন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক আল আমিন।

রুবি মণ্ডল বিশ্বাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ছিটকীবাড়ি গ্রামের সুজিত মন্ডলের স্ত্রী।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক আল আমিন বলেন, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। ওই মামলায় যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ওইদিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222