জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রস্তুতকৃত জুলাই সনদের খসড়া দেশের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ড. রীয়াজ বলেন, ‘আমরা সব দলকে অনুরোধ করেছি, যদি খসড়া দলিলে কোনো সুপারিশ, পরামর্শ বা সংশোধনের প্রস্তাব থাকে, তা যেন ৩০ জুলাই দুপুর ১২টার মধ্যে কমিশনকে জানানো হয়।’
তিনি আরও জানান, এখনো আলোচনা চলছে এবং যেসব বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি হয়েছে, তা সনদের খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘আলাপ-আলোচনার মধ্য দিয়ে বারবার পরিবর্তন ও পরিমার্জনের মাধ্যমে এমন একটি দলিল তৈরি করতে চাই যা সবাই গ্রহণযোগ্য মনে করবে,’— বলেন রীয়াজ।
বৈঠকের শুরুতেই তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথচলায় একটি ঐতিহাসিক দলিল উপস্থাপন করতে চায় কমিশন।’
তিনি জানান, এখন পর্যন্ত ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। যদিও দুটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) রয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রে দলগুলো পরস্পরের প্রতি ছাড় দিয়ে একটি সমন্বিত রূপরেখা তৈরিতে সম্মত হয়েছে।
বিশেষভাবে গুরুত্ব দিয়ে আলী রীয়াজ বলেন, ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে যেসব বিষয় সামনে এসেছে, সেগুলো কোনো না কোনোভাবে নিষ্পত্তি করতেই হবে। উদাহরণস্বরূপ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম রয়েছে। এই বিষয়ে একটি গ্রহণযোগ্য কাঠামো জাতির সামনে উপস্থাপন করতে হবে, যেন ভবিষ্যতে দেশ আর কখনো রাজনৈতিক সংকটে পতিত না হয়।’
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আলোচনা ও পরামর্শের ভিত্তিতে সনদের চূড়ান্ত রূপ সামনে আনা সম্ভব হবে।