নবীনগরের সন্ত্রাসী যুবলীগ নেতা অস্ত্র ও মাদকসহ আটক

by amirulislamluqman20@gmail.com

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অস্ত্র ও মাদকসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২৮ জুলাই) রাতে তাকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

আটক রতন মিয়া (৪৫) উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত আ. রহমান মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী নবীনগর ক্যাম্পের ক্যাপ্টেন ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মহেশপুর গ্রামে সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় রতন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় অস্ত্র, ৮৫ পিস ইয়াবা, নগদ ৪ হাজার ৪৭০ টাকা ও মাদক বিক্রির জন্য ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর ক্যাম্পের ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে রতন মিয়াকে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করে রাতেই নবীনগর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি বিটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। তার ঘর থেকে আওয়ামী লীগের দলীয় ব্যানার ফেস্টুন উদ্ধার করা হয়েছে।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে আটক হওয়া রতন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। আজ তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222