মালয়েশিয়ার মসজিদ ইন্ডিয়া এলাকায় অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন আটক

by amirulislamluqman20@gmail.com

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় পরিচালিত এক ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে ১৭১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে পরিচালিত এই অভিযানে অংশ নেন পুলিশ ও ১৬০ জন ইমিগ্রেশন কর্মকর্তা।

বিজ্ঞাপন
banner

দেশটির সরকারি নিউজ এজেন্সি বারনামা, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওসমান-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫৪ জন ছিলেন স্থানীয় নাগরিক। এ সময় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানও তল্লাশি করা হয়।

আটককৃতরা ভারত, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে আগত এবং তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। আটক হওয়ার কারণগুলোর মধ্যে ছিল বৈধ পরিচয়পত্র না থাকা, ওভারস্টে করা এবং ভিসার শর্ত ভঙ্গ। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি আছেন তা নিশ্চিত করেননি দেশটির ইমিগ্রেশন বিভাগ ও গণমাধ্যমগুলো।

বাসরি ওসমান সতর্ক করে আরও বলেছেন, অনেকেই নিজেকে ক্রেতা সাজিয়ে লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু আমাদের কর্মকর্তারা সকাল ১০টা থেকেই এলাকায় অবস্থান করে সন্দেহভাজনদের পর্যবেক্ষণ করছিলেন। ফলে তাদের ধরা সম্ভব হয়েছে। দেশে অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে। নিয়োগকর্তা এবং বিদেশি কর্মীরা যেন আইন মানেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।’

আটককৃতদের সবাইকে সেলাঙ্গরের বেরানাংয়ে অবস্থিত মিলেনিয়াম অস্থায়ী ইমিগ্রেশন ডিপোতে নেয়া হয়েছে। এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারিতেও একই এলাকায় অভিযান চালানো হয়েছিল।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222