রাজধানীর মুন্সিবাড়ী জামে মসজিদে ইমাম নিয়োগ, আবেদন করবেন যেভাবে

by Nur Alam Khan

রাজধানীর মিরপুরে অবস্থিত মুন্সিবাড়ী জামে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য একজন যোগ্য ইমাম নিয়োগ দেওয়া হবে।

মসজিদ কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের অবশ্যই হাফেজ ও মাওলানা হতে হবে এবং তেলাওয়াত সুন্দর ও তারতীলসম্মত হতে হবে। এছাড়াও, খতিব ও মুয়াজ্জিন অনুপস্থিত থাকলে তাদের দায়িত্বও পালন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

মসজিদের দায়িত্বশীলরা জানিয়েছেন, ইমামের মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৭ আগস্ট, (বৃহস্পতিবার) আছরের নামাজের পর সরাসরি মসজিদে উপস্থিত হয়ে সাক্ষাৎ করতে বলা হয়েছে। সাক্ষাৎকালে সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি ও আবেদনপত্র।

ঠিকানা:

মুন্সিবাড়ী জামে মসজিদ,

২২২ সেনপাড়া পর্বতা, কাফরুল, মিরপুর, ঢাকা-১২১৬।

যোগাযোগ:

আলহাজ্ব আশেক আলী – ০১৯২৭২৩৫২৭৪

মুন্সি মোঃ শফিউল্লাহ – ০১৭১৭-৮৪২৪০০

মোঃ নুরুল হক – ০১৮২২৮১৭১১৪

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222