রাজধানীর মারকাযুল ফুরকন মাদরাসায় ফ্রি কুরআন শিক্ষা কোর্স শুরু

by Nur Alam Khan

রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়ায় মারকাযুল ফুরকন মাদরাসায় শুরু হয়েছে ফ্রি কুরআন শিক্ষা (মক্তব) কোর্স। কুরআনের আলো সবার মাঝে ছড়িয়ে দিতে মাদরাসা কর্তৃপক্ষ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।

হাদিস শরিফে এসেছে—“তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি, যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।” (সহিহ বুখারি, হাদিস: ৪৬৩৯)। এই হাদিসকে সামনে রেখে মারকাযুল ফুরকনের উদ্যোগে শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য পৃথকভাবে ক্লাস পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন
banner

কোর্সটি সপ্তাহে চার দিন, প্রতিদিন মাত্র এক ঘণ্টা করে চলবে। সময়সূচি অনুযায়ী—

  • শিশুদের জন্য ক্লাস: আসরের নামাজের পর
  • প্রাপ্তবয়স্কদের জন্য ক্লাস: এশার নামাজের পর

আয়োজকরা জানিয়েছেন, এটি একটি সম্পূর্ণ বিনামূল্যের কোর্স এবং এতে অংশগ্রহণের জন্য বয়স বা শিক্ষাগত যোগ্যতা কোনো বাধা নয়। মাদরাসা প্রাঙ্গণে সরাসরি গিয়ে অথবা ফোনের মাধ্যমে যে কেউ ভর্তি হতে পারবেন।

দ্বীনি শিক্ষার এই মহান উদ্যোগে সবাইকে নিজে অংশ নেওয়ার এবং অন্যদেরও উৎসাহিত করার আহ্বান জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

কোর্সের ঠিকানা

মারকাযুল ফুরকন মাদ্রাসা, পূর্ব কাজীপাড়া, ইটখোলা বাজার, মিরপুর, ঢাকা।

যোগাযোগ:

মোবা: ০১৮১৮-৮৮১১৪৪, ০১৮১৮-৮৮১১৫৫

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222