১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর দাওয়াতি মাস পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত “দাওয়াতি মাস ২০২৫” যথাযোগ্যভাবে উদযাপন উপলক্ষে বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।

বিজ্ঞাপন
banner

বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান এবং প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ।

বৈঠকে দাওয়াতি মাস সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গৃহীত হয়। খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন- বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত জনগণের মাঝে ছড়িয়ে দিতে সব শাখাকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222