28
পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ সায়হান ফজলুর রহমান এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত ইসলামকে আজীবনের জন্য দেশের শেয়ারবাজারে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা ও তার ছেলেকে ৫০ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (৩০ জুলাই) বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এআইএল/