বেনাপোল (যশোর) সংবাদদাতা >>
বেনাপোল বন্দরে ট্রাক চলাচলের সময় বকশিশের নামে চাঁদা আদায়ের অভিযোগে ৬০ জন আনসার সদস্যকে বদলি করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আনসার কমান্ডার অসিত কুমার।
বর্তমানে বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্তদের মধ্যে কেবল ৬০ জনকে সরিয়ে নেয়া হলেও পর্যায়ক্রমে বাকি সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হতে পারে।
জানা গেছে, বেনাপোল বন্দরের বিভিন্ন গেট দিয়ে ট্রাক প্রবেশ ও বহির্গমনের সময় ট্রাক প্রতি ২০ থেকে ৪০ টাকা আদায় করা হতো। এই টাকা ‘বকশিশ’ নামে চাওয়া হলেও, অবৈধ চাঁদা হিসেবেই আদায় হতো বলে অভিযোগ রয়েছে।
চাঁদা আদায়ের অভিযোগে কেবল আনসার নয়, বেসরকারি নিরাপত্তা সংস্থা ‘পিমা’-এর কয়েকজন সদস্যও জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বিষয়টি নিয়ে বন্দরের ব্যবসায়ী ও চালকদের মাঝে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল।
বেনাপোল বন্দরের একাধিক ট্রাকচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘প্রতিদিন গেটে ঢোকার সময় টাকা দিতে হয়। না দিলে ঝামেলা হয়। বিষয়টা কেউ মুখে বলে না, কিন্তু সবাই জানে।’
এ বিষয়ে আনসার কমান্ডার অসিত কুমার বলেন, আমরা অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে ৬০ জনকে সরিয়ে নেয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
প্রসঙ্গত, বেনাপোল স্থলবন্দর দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রবেশদ্বার। এখানে প্রতিদিন শত শত ট্রাক যাতায়াত করে। নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছে আনসার বাহিনী ও পিমা সিকিউরিটি সার্ভিস।
তবে নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বন্দরের ভাবমূর্তি ও কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা।
এআইএল/