হাসিনাকে দেশে ফেরাতে নতুন পরিকল্পনা, প্রশিক্ষণ নিয়ে হামলার প্রস্তুতি, গ্রেফতার ১৪

by hsnalmahmud@gmail.com

আন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তিতে দেশে অস্থিরতা তৈরির জন্য নতুন করে সক্রিয় হয়েছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে এবং সরকারকে অস্থিতিশীল করতে বড় ধরনের হামলার ছক কষেছে দলটির একাংশ। এর অংশ হিসেবে রাজধানীতে গোপনে একটি প্রশিক্ষণ কর্মসূচিও আয়োজন করা হয়।

গত ৮ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে অংশ নেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের প্রায় ৪০০ নেতা-কর্মী। প্রশিক্ষণের পরিকল্পনায় যুক্ত ছিলেন পলাতক নেতা বাহাউদ্দিন নাছিম, সাইফুজ্জামান শেখর, এবং সরাসরি নেতৃত্ব দেন সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পা।

বিজ্ঞাপন
banner

গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণে শেখ হাসিনাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে, কোথায় অস্থিরতা তৈরি করা হবে, জনসমাগম ঘটিয়ে কৌশলে সংঘর্ষ সৃষ্টি, আত্মগোপনের কৌশল, ছদ্মবেশে চলাফেরা ও সাংকেতিক যোগাযোগ পদ্ধতির ওপর বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

গোপন এই পরিকল্পনার আড়াল করতে কনভেনশন হলটি ভাড়া নেওয়া হয় একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের নামে। ভাড়া দেওয়ার সময় বলা হয়, কিছু শ্রমিককে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। বুকিং দেন শামীমা নাসরিন শম্পা, যিনি গোপালগঞ্জের বাসিন্দা এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মূল পরিকল্পনার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেন বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ছদ্মনামে রেজিস্ট্রেশন করেন— কেউ রাজমিস্ত্রি, কেউ কার্পেন্টার, কেউ আবার গার্ডেনার পরিচয়ে নিবন্ধন করেন।

গ্রেফতার ১৪, রিমান্ডে জিজ্ঞাসাবাদ

গোয়েন্দা সংস্থা এনএসআই ও এসবি সূত্রে তথ্য পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে শম্পা ও সোহেল রানাসহ ১৪ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় এবং দুই দফা রিমান্ডে নেওয়া হয়।

এছাড়া সারাদেশে আরও কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত হামলার আশঙ্কা

গোয়েন্দারা আশঙ্কা করছেন, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে যেকোনো দিন বড় ধরনের হামলা হতে পারে। এ সময়কে কেন্দ্র করে রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ স্থানে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ৩৬ নিউজকে বলেন, “পরাজিত একটি রাজনৈতিক গোষ্ঠী নতুন করে অশান্তির চেষ্টা করছে। আমরা আগে থেকেই তাদের নজরদারিতে রেখেছিলাম এবং ব্যবস্থা নিচ্ছি।”

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত নাশকতার আশঙ্কা রয়েছে। কোনো ফ্যাসিস্ট চক্র যেন অরাজকতা তৈরি করতে না পারে, সে বিষয়ে আমরা প্রস্তুত। ঢাকা রেঞ্জের সব জেলার পুলিশ সুপারদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।”

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222