দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শিক বিচ্যুতির অভিযোগে তারাকান্দা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খায়রুল ইসলাম মন্ডলকে প্রাথমিক সদস্যপদসহ সকল দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
দলের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ স্বাক্ষরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান। এতে বলা হয়, মাওলানা খায়রুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে দলীয় আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২৯ জুলাই ২০২৫ থেকে এই সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর বলে গণ্য হবে। দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় নেতৃত্ব।
এ সিদ্ধান্তের মাধ্যমে মাওলানা খায়রুল ইসলাম মন্ডল এখন থেকে জমিয়তের কোনো সাংগঠনিক দায়িত্ব বা পদে অধিষ্ঠিত থাকবেন না এবং দলীয় কর্মকাণ্ডেও অংশ নিতে পারবেন না।
সংগঠন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা জমিয়তে নতুন নেতৃত্ব গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
হাআমা/