কক্সবাজার মহিলা লীগ নেত্রী পলাতক পাখি গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

কক্সবাজার পৌর আওয়ামী মহিলা লীগের আহ্বায়ক শাহেনা আকতার পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) ভোর রাতে শহরের দু’নম্বর ওয়ার্ডের মধ্যম নুনিয়াছড়াস্থ নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

সূত্রমতে, আওয়ামী লীগ সরকার পতনের পর শাহেনা আকতার পাখি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। কিছুদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে ফিরে আসেন। সম্প্রতি ছেলের বিয়েও দিয়েছেন। তিনি বাড়িতে অবস্থান করছেন বিষয়টি জানাজানি হলে আইনশৃংখলা বাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, তিনি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে সহিংসতার অভিযোগে দায়ের করা একটি মামলার আসামি। আইনি প্রক্রিয়ায় তাকে কারাগারে পাঠানো হবে।

শাহেনা আক্তার পাখি কক্সবাজার পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড-০১ (০১, ০২ ও ০৩) থেকে টানা তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এক মেয়াদে পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222