বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী ও বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের প্রতিষ্ঠাতা এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ জুলাই (শনিবার), রাজধানীর বাংলাদেশ ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সেন্টারের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের এবং সঞ্চালনায় ছিলেন নির্বাহী পরিচালক মাওলানা শহীদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাংকার নুরুল ইসলাম খলীফা। তিনি বলেন, ‘এডভোকেট নজরুল ইসলাম ছিলেন এক বিরল প্রতিভার অধিকারী, যিনি আইন, শিক্ষা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ছিলেন। ইসলামি আইন বাস্তবায়নের জন্য তাঁর নিরলস প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ইমরান সিদ্দিক, ব্যারিস্টার বেলায়েত হোসেন, বিশিষ্ট সাংবাদিক তালহা বিন নজরুল, ইসলামী ব্যাংক পিএলসির ইভিপি জিল্লুর রহমান পাটোয়ারী, শিক্ষাবিদ ড. কামরুজ্জামান শামীম, লেখক আলী আহসান মাবরুর, আইনজীবী এডভোকেট নুরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকার নুরুল ইসলাম বলেন, ‘নজরুল ইসলাম ছিলেন সমাজের জন্য আলোকবর্তিকা। তিনি ইসলামি আইনকে প্রচলিত আইনব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি।’
সভাপতির বক্তব্যে ড. আব্দুল কাদের বলেন, ‘সাহসিকতা, প্রজ্ঞা এবং নেতৃত্বের গুণে নজরুল ইসলাম ছিলেন ব্যতিক্রম। তিনি উপযুক্ত লোক দিয়ে কাজ করাতে পারতেন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দক্ষ ছিলেন।’
ব্যারিস্টার ইমরান সিদ্দিক বলেন, ‘আইনজীবী হিসেবে তাঁর যে কীর্তি, তা আজও দেশের সাধারণ বিচারপ্রার্থীদের উপকারে আসছে। একাধিক ঐতিহাসিক মামলায় তাঁর যুক্তি আজও আলোচ্য।”
তাঁর বড় ছেলে, সিনিয়র সাংবাদিক তালহা বিন নজরুল বলেন, ‘আমার বাবা পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছিলেন নিষ্ঠাবান ও আত্মত্যাগী। ইসলামের বিধানকে সহজভাবে মানুষের মাঝে পৌঁছে দিতে তিনি আজীবন সচেষ্ট ছিলেন।’
আলোচনার এক পর্যায়ে সর্বসম্মতিক্রমে ‘এডভোকেট নজরুল ইসলাম ট্রাস্ট’ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তালহা বিন নজরুলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
সভার শেষাংশে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
হাআমা/