শেখ মুজিবের ৩২ নম্বর দেখতে এসে জেলা যুবলীগ নেতা আটক

by amirulislamluqman20@gmail.com

ধানমন্ডি ৩২ দেখতে এসে ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদারকে (৪০) আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডি থানা পুলিশের একটি দল ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে।

বিজ্ঞাপন
banner

গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন ইয়াছিন শরীফ। তিনি পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ইয়াসিন শরীফ ধানমন্ডি লেকের পাশে কয়েকজনকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধানমন্ডি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিনের নেতৃত্বে ধানমন্ডি পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম ইয়াছিন শরীফ মজুমদারকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি ইয়াছিন শরীফ।

ইয়াসিন শরীফ উপজেলা যুবলীগের আহ্বায়ক ছাড়াও পরশুরাম উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং পশুরাম পৌরসভা, মির্জানগর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) ছিলেন। সে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও মেয়ের জামাতা।

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222