সংবিধান সংশোধন জটিল করতেই কেউ কেউ পিআর প্রস্তাব দিচ্ছে: সালাহউদ্দিন

by hsnalmahmud@gmail.com

প্রস্তাবিত উচ্চকক্ষে সদস্য মনোনয়নে প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির বিরোধিতা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “সংবিধান সংশোধন প্রক্রিয়াকে জটিল করতেই কেউ কেউ পিআর পদ্ধতির কথা বলছেন।’

বৃহস্পতিবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ‘উচ্চকক্ষ বিএনপিরই প্রস্তাব। আমাদের ৩১ দফাতেও এর উল্লেখ আছে। তবে আমরা চাই, উচ্চকক্ষ হোক সমন্বিত, সমৃদ্ধ এবং জাতির বিশিষ্টজনদের নিয়ে গঠিত—যা নির্বাচিত নিম্নকক্ষের সহায়ক ভূমিকা পালন করবে।’

তবে সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নেবেন শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধি—এমন অবস্থান পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন বলেন, ‘উচ্চকক্ষ শুধুমাত্র আইনপাসের আগে পর্যালোচনার সুযোগ রাখবে। সংবিধান সংশোধনের বিষয়টি থাকবে নির্বাচিত সদস্যদের হাতে।’

পিআর পদ্ধতির বিরোধিতা করে বিএনপির এই নেতা বলেন, ‘কিছু ব্যক্তি চায় সংবিধান সংশোধন প্রক্রিয়াকে অনির্বাচিত একটি জায়গায় নিয়ে গিয়ে জটিল করতে। এজন্যই তারা পিআর পদ্ধতির পক্ষে কথা বলছেন। এটি রাজনৈতিক সদিচ্ছার অভাবই নির্দেশ করে।’

বৈঠকে বিএনপির পক্ষ থেকে কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক, ন্যায়পালসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

‘আমরা বলেছি, বিদ্যমান আইনেই এসব প্রতিষ্ঠানে নিয়োগ আরও শক্তিশালী করা সম্ভব। নোট অব ডিসেন্ট ব্যবস্থাও আমরা সমর্থন করি।’

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) নিয়ে তিনি বলেন, ‘পিএসসির দুর্নীতির মূল জায়গা ছিল ৫৬ শতাংশ কোটা। ভাইভায় নম্বর বেশি রাখায় সেখানে বেশি দুর্নীতির সুযোগ তৈরি হয়। আমরা বয়সসীমা না রাখার পক্ষেও মত দিয়েছি।’

জাতীয় সনদ ও রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান
সালাহউদ্দিন জানান, বিএনপি ‘জুলাই ঘোষণাপত্র’কে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এটি জাতীয় সনদের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

“এই সনদে প্রধান উপদেষ্টাসহ সব রাজনৈতিক দলের স্বাক্ষরের মাধ্যমে একটি সর্বজনীন বৈধতা প্রতিষ্ঠিত হবে।”

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে সবাই একমত যে, উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।’

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222