আফগান নারী শিক্ষা: প্রোপাগান্ডার আড়ালে তালেবানের বাস্তবতা

আফজাল মুনীর

by Nur Alam Khan

আফগানিস্তানে নারী শিক্ষাকে ঘিরে একপাক্ষিক সমালোচনা ও প্রোপাগাণ্ডায় সরব পশ্চিমা গণমাধ্যম। বিশেষ করে তালেবান সরকার ক্ষমতায় আসার পর নারী শিক্ষার নামে সহশিক্ষা বন্ধ করাকে ‘অধিকার হরণ’ হিসেবে তুলে ধরা হচ্ছে। অথচ বাস্তবতা হলো, তালেবান নারী শিক্ষার বিরুদ্ধে নয়—বরং ইসলামী আদর্শ ও সংস্কৃতি অনুসারে নারীদের জন্য পৃথক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন
banner

তথ্য অনুযায়ী, আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের সাধারণ স্কুলে শিক্ষার ওপর বিধিনিষেধ রয়েছে। তবে এতে নারী শিক্ষা নিষিদ্ধ—এমনটা বলা ভুল। কারণ, তালেবান সরকার শুরু থেকেই বলছে, তারা সহশিক্ষার বিরুদ্ধে। অর্থাৎ, ছেলে-মেয়ে একসাথে বসে পড়াশোনা করুক, এমন শিক্ষা ব্যবস্থা ইসলামী মূল্যবোধবিরোধী এবং আফগান সমাজ সংস্কৃতির সঙ্গেও সাংঘর্ষিক।

এই অবস্থানে দাঁড়িয়ে তালেবান সরকার নারীদের জন্য পৃথক ও নিরাপদ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। রাজধানী কাবুলসহ বিভিন্ন অঞ্চলে মেয়েদের জন্য আলাদা মাদ্রাসা ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তথ্যমতে, শুধু এক বছরেই মাদ্রাসাভিত্তিক শিক্ষায় যুক্ত হয়েছে ১০ লাখ নতুন শিক্ষার্থী, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও কিশোরী।

কাবুলের ‘তাসনিম নুসরাত ইসলামী বিজ্ঞান কেন্দ্র’-এর পরিচালক জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানে ৯০ শতাংশ শিক্ষার্থীই নারী। সেখানে কুরআন, হাদিস, ফিকহ এবং আরবি ভাষার পাঠ দেওয়া হচ্ছে। তালেবান কর্তৃপক্ষ অনেক মাদ্রাসায় নারী শিক্ষিকা নিযুক্তসহ শিক্ষার্থীদের জন্য পরিবহনের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।

আরও বিস্ময়কর বিষয় হলো— সরকারি নারী কর্মকর্তাদের বসিয়ে রেখেই মাসিক বেতন দিচ্ছে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া আফগান সরকার।

অন্যদিকে, তালেবানের এই অভ্যন্তরীণ নীতিকে পশ্চিমা মিডিয়া যেভাবে প্রচার করছে, তা অনেক সময় ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপিত হচ্ছে। নারী শিক্ষা নিয়ে তালেবানপন্থী নেতাদের অভ্যন্তরীণ সমালোচনাও একধরনের দায়বদ্ধতা ও আত্মসমালোচনার নিদর্শন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান শের আব্বাস স্তানিকজাই-এর মতো শীর্ষস্থানীয় নেতা প্রকাশ্যে নারী শিক্ষার পক্ষে কথা বলেছেন। তিনি বলেন, “নারীদের শিক্ষার বিরুদ্ধে ইসলামে কোনো নিষেধ নেই।” এটা প্রমাণ করে, তালেবান শাসন মানেই নারী নিপীড়ন—এই ধারণা একটি পশ্চিমা প্রোপাগাণ্ডা।

আফগান সমাজে ইসলামি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে নারীদের জন্য পৃথক ও সম্মানজনক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তালেবান সরকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা একপাক্ষিক মিডিয়া কাভারেজ দিয়ে ঢেকে রাখা সম্ভব নয়। এই প্রেক্ষাপটে, আফগানিস্তানকে বাইরের চোখে নয়—আত্মপরিচয়ের আলোকে মূল্যায়ন করাই উচিত।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222