বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় স্ত্রীসহ জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

by amirulislamluqman20@gmail.com

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় শফিকুল ইসলাম সোহাগ (৪৮) ও শিরিন আক্তার মুক্তা (৩৭) নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে মানিকগঞ্জ শহরের টিনপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

গত বছরের জুলাইতে আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়।

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম সোহাগ পৌরসভার পশ্চিম দাশড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন।

জানা গেছে, সোহাগ ও তার স্ত্রী শিরিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের অনুসারী ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, এরা দুজনই এজাহারভুক্ত আসামি। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা এক মামলায় আদালতে পাঠানো হবে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222