দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ভারতের সংসদে কথা বলছেন বিজেপির প্রধান ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ তার আশেপাশে থাকা বিজেপির এমপি-মন্ত্রীরা মগ্ন গভীর ঘুমে। কেউ ঘুমাচ্ছেন তো আবার কেউ ঝিমাচ্ছেন সাথে হাইও তুলছেন। আবার কেউ কেউ বোধহয় ভুলেই গেছেন যে এটা সংসদ তার বিছানা নয়।
সম্প্রতি এমন একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যা নিয়ে চলছে ব্যাপক ট্রল।
ভাইরাল ভিডিও প্রসঙ্গে জানা যায়, ভারতের সংসদে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের সময় এই চাঞ্চল্যকর দৃশ্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যে ভিডিওতে দেখা যায়, মোদি যখন অপারেশন সিঁদুর সম্পর্কে বক্তব্য রাখছেন, তখন বিজেপি দলের বেশ কয়েকজন এমপি ও মন্ত্রী তার বক্তব্যের মাঝেই ঘুমিয়ে পড়েছেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ভারতীয় নেটিজেনরা ক্ষমতাসীন দল বিজেপির চরম মুণ্ডুপাতে নেমে পড়েন। ভিডিওটি মুহুর্তেই সবার নজর কাড়ে এবং নেটিজেনদের মধ্যে হাস্যরসের জন্ম দেয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তামান্না মান্নাত নামের এক ভারতীয় ক্যাপশনে হিন্দিতে লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘বাহ মোদি জি বাহ! এই তাহলে আপনার এমপি-মন্ত্রীদের চিত্র। ওদের কে বোঝাবে কে এটা সংসদ! ওদের ঘর নয়। অশিক্ষিতরা এমপি-মন্ত্রী হলে তো এমনটাই ঘটবে।’
অশ্বিন কুমার নামের আরেক ভারতীয় লিখেছেন, ‘ভারতের সংসদে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। মোদি তো সবসময় ব্যস্ত কি করে অন্য ধর্মের লোকদের সর্বনাশ করা যায়, তার আশেপাশে কেমন অপদার্থগুলোকে বসিয়েছে এমপি বানিয়েছে তা নিয়ে যেনো ওনার কোন মাথাব্যথাই নেই। যার নিজের শিক্ষগত যোগ্যতা নিয়েই সমালোচনা রয়েছে সে আর কি দেশ চালাবে আর অন্যদের ঠিক করবে। হাস্যকর!’
এদিকে বিরোধী দলের নেতারাও ভাইরাল ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনায় মূখর এবং মোদি সরকারের প্রতি নিজ দলের এসব এমপি-মন্ত্রীর অবহেলার বিষয়টিও সামনে নিয়ে এসেছেন। বিরোধী দলের নেতারা অভিযোগ করেছেন যে, এটা সরকারের প্রতি সংসদীয় শিষ্টাচারের অবমাননা এবং দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।
এই ঘটনার পর কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদির পদত্যাগও দাবি করেছেন অনেকে। ভারতের সংসদীয় শিষ্টাচার এবং গভীরতার অভাব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তীব্র থেকে তীব্রতর হয়েছে, বিশ্বজুড়েও নেটিজেনরা ব্যাপক ট্রল করছেন মোদির দলের প্রভাবশালী এসব এমপি-মন্ত্রীদের এমন অশিক্ষিতের মত কর্মকাণ্ডে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী দিনে ভারতীয় সংসদের চলমান কার্যক্রম এবং সরকারের কর্মকাণ্ডের প্রতি জনগণের মনোভাব পরিবর্তন হতে পারে ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী এসব নেতাদের কার্যকলাপে।
সূত্র: দৈনিক ইনকিলাব।
এআইএল/