ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ স্লোভেনিয়ার

by amirulislamluqman20@gmail.com

গাজায় চলমান সংঘর্ষ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে স্লোভেনিয়া।

শুক্রবার (১ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য এই দেশটি প্রথমবারের মতো এমন কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে স্লোভেনিয়ার কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলের থেকে কোনো ধরনের অস্ত্র রপ্তানি, আমদানি কিংবা স্থানান্তরের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

সরকারি বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এখনো ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে স্লোভেনিয়া নিজ উদ্যোগেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এ বিষয়ে স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা আমাদের এই নীতি গ্রহণে বাধ্য করেছে। যুদ্ধকালীন অস্ত্র বাণিজ্য শুধু সহিংসতাই বাড়ায়।’

এদিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতায় স্লোভেনিয়া দীর্ঘদিন ধরেই সরব রয়েছে। দেশটি এর আগে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনের পথ অনুসরণ করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ারও ঘোষণা দিয়েছিল।

ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের দাবিতে ইতোমধ্যে ইউরোপের একাধিক সাবেক রাষ্ট্রদূতও মুখ খুলেছেন। তারা বলছেন, ‘এই ধরনের বাণিজ্য আন্তর্জাতিক আইন এবং ন্যায়ের পরিপন্থী।’

স্লোভেনিয়ার এ সিদ্ধান্ত ইউরোপজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং অন্যান্য দেশগুলোর ওপরও চাপ তৈরি করছে যাতে তারাও গাজা পরিস্থিতি বিবেচনায় অনুরূপ পদক্ষেপ নেয়।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222