যুক্তরাষ্ট্রে শুল্ক কমায় বাংলাদেশের পোশাক রপ্তানি খাতে সুখবর, ভারতে ধস

by hsnalmahmud@gmail.com

যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুক্রবার (১ আগস্ট) ঘোষিত এই সিদ্ধান্ত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য একটি বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

শুল্ক হ্রাসের ঘোষণার পরপরই ভারতের টেক্সটাইল

বিজ্ঞাপন
banner

কোম্পানিগুলোর শেয়ারবাজারে বড় ধরনের ধস দেখা দেয়। দিন শেষে কেপিআর মিলসের শেয়ার দর ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিং ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজ ০.৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবাল ৩.৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্ট ২.৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টস ৩.২১ শতাংশ এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার ২.৮ শতাংশ কমে যায়।

শুল্ক পরিবর্তনের পটভূমি

গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে পারস্পরিক আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করে এবং ১ আগস্ট থেকে তা ২০ শতাংশে নামিয়ে আনে।

অপরদিকে, একই দিনে ভারতের পোশাক পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বহাল রাখার সিদ্ধান্ত কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ফলে দেশটির তৈরি পোশাক শিল্প বড় ধাক্কা খেয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও নিউজ এইটিন।

বাংলাদেশ-পাকিস্তান লাভবান, ভারত বঞ্চিত

শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র শুল্ক কমিয়ে ২৯ শতাংশ থেকে ১৯ শতাংশে এনেছে এবং দেশটির সঙ্গে একটি তেল অনুসন্ধান চুক্তিও করেছে। তবে ভারত শুল্ক ছাড় না পাওয়ায় দক্ষিণ এশিয়ার শুল্ক পুনর্বিন্যাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের দৃষ্টিতে

অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য নতুন গতি সৃষ্টি করবে। বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে এবং শিল্পখাত আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। পাশাপাশি শ্রমবাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা আরও বলছেন, “সস্তা শ্রম, দক্ষ কর্মী এবং আধুনিক উৎপাদন কাঠামোর কারণে বাংলাদেশ এমনিতেই এগিয়ে ছিল। এবার যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি আরও উজ্জ্বল সম্ভাবনার পথে এগোচ্ছে।”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ এইটিন

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222