শ্রীমঙ্গলে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দাওয়াতি মজলিস ও উপশাখা গঠন সম্পন্ন

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:

বাংলাদেশ খেলাফত যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা উপশাখার দাওয়াতি মজলিস ও উপশাখা গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট ২০২৫ ঈ.) বিকেল ৪টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান।
বিশেষ মেহমান ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম আজাদী এবং যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হুসাইন আব্দুল আউয়াল।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা উপশাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলাম।
এ সময় সহ-সভাপতি মাওলানা নূরে আলম, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আইনউদ্দীন, বাইতুল মাল সম্পাদক মো. শফিকুর রহমান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক হাফেজ মাহমুদুর রহমান নাইমসহ মজলিসে আমেলার সদস্য মো. এমদাদুল হক, মো. সাইদুল ইসলাম, নুরুল মুত্তাকিন, আব্দুল হক টিটু, মঈনুল ইসলাম ও বেলাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় দাওয়াতি কার্যক্রমকে বেগবান করতে এবং তরুণ প্রজন্মকে খেলাফতি চিন্তাধারায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222