মঞ্চ প্রস্তুত এনসিপির, কঠোর নিরাপত্তা শহিদ মিনারে

by naymurbd1999@gmail.com

জুলাই গণঅভ্যুত্থানে এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহিদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৩ আগস্ট) এই সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন
banner

সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মোড়, দোয়েল চত্বর এলাকার প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হয়েছে। শহীদ মিনারে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াড টিম দিয়ে সমাবেশ স্থলের বিভিন্ন স্থান পরীক্ষা করতেও দেখা গেছে।

এনসিপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ লিয়ন বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই শহিদ মিনার থেকে ২০২৪ সালে এক দফার ঘোষণা দিয়েছিল। সেই তিন তারিখেই এক নাগরিকের মর্যাদা সম্মান কেমন হবে, রাষ্ট্র কীভাবে চলবে, আধুনিকতার ছোঁয়ায় মানবিক সভ্যতার বিকাশের মাধ্যমে নতুন বাংলাদেশ কেমন হবে তার ইশতেহচার ঘোষণা করবে নাহিদ ইসলাম।

জনভোগান্তি নিয়ে বলেন, জনভোগান্তি যেন না হয় সেজন্য আমরা বেশ শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের শৃঙ্খলা টিম কাজ করছে। আর বিশেষ করে জনদুর্ভোগ এড়াতে আমরা সংক্ষিপ্ত করে এই সমাবেশের আয়োজন করছি।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222