চিকিৎসককে অস্ত্র নিয়ে ভয়ভীতি: রায়পুরায় তাজুল ইসলাম গ্রেপ্তার

by naymurbd1999@gmail.com

বশির আহম্মদ মোল্লা

(নরসিংদী প্রতিনিধি)

বিজ্ঞাপন
banner

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকমালিককে আটক করা হয়েছে। গত শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত তাজুল ইসলাম ওরফে তাজু খান রায়পুরা পৌর তুলাতলী এলাকার সিরাজ খানের ছেলে। তিনি সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টারের মালিক। তাঁর বিরুদ্ধে রায়পুরাসহ বিভিন্ন থানায় মাদকসহ ২৭টিরও বেশি মামলা রয়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার সকালে তাজুল ইসলাম ধারালো অস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসক ও কর্মীদের গালিগালাজ করেন। একপর্যায়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জহির উদ্দিনের ওপর হামলার চেষ্টা চালান তিনি। তবে সহকর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের অঘটন এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় গতকাল রাতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. জহির আহমেদ রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন।

স্থানীয় সূত্র জানায়, তাজুল ইসলাম অনেক দিন ধরেই হাসপাতালের রোগীদের তাঁর নিজস্ব ক্লিনিকে পাঠাতে চাপ দিতে চিকিৎসকদের ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অনেক চিকিৎসক কর্মস্থল পরিবর্তনে বাধ্য হয়েছেন।

আওয়ামী লীগ আমলে রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি খাটানোয় তাজুল ইসলামের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ‘এখানে চিকিৎসা নয়, বরং প্রতিদিন আতঙ্ক নিয়ে কাজ করতে হয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে এখানকার স্বাস্থ্যসেবা ভেঙে পড়বে।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা অভিযোগ অনুযায়ী তাজুল ইসলামকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222