মুজিববাদী সংস্কৃতির প্রভাব এখনো ভাঙা যায়নি: সাদিক কায়েম

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, দেশে যে ‘মুজিববাদী সংস্কৃতি’ গড়ে তোলা হয়েছে, তা এখনো ভাঙা সম্ভব হয়নি। তার ভাষায়, এই সংস্কৃতিই জুলুম, নির্যাতন এবং অবৈধ শাসনকে সামাজিক ও সাংস্কৃতিকভাবে বৈধতা দিয়েছে।

শনিবার বিকেলে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই বিপ্লবের শহীদ আব্দুল্লাহ আল তাহীরের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

সাদিক কায়েম বলেন, “গত ১৬ বছরে শাহবাগ কেন্দ্রিক যে কালচারাল এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছে, তা মূলত একটি ফ্যাসিস্ট কালচারের রূপ। এই সংস্কৃতি সরকারের দমন-পীড়নকে গ্রহণযোগ্যতা দিয়েছে। আমরা এখনও সেই ‘মুজিববাদী কালচার’ ভাঙতে পারিনি।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের পর থেকেই আমরা বলে আসছি, এই কালচারাল স্টাবলিশমেন্টকে ভাঙতে হবে। শহীদদের চেতনা এবং ত্যাগকে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। এজন্য আমরা শহীদদের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র, নাটক, প্রবন্ধ এবং উপন্যাস নির্মাণের কাজ করছি।”

এ সময় তিনি দাবি করেন, “খুনি হাসিনা সরকারের সময়ে প্রায় দুই হাজার ভাইবোন শহীদ হয়েছেন, ৪০ হাজার মানুষ পঙ্গু হয়েছেন। এই সরকারের অধীনে গত ১৬ বছরে যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেসব অপরাধের বিচার চাই আমরা।”

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222