যারা ইসরায়েলকে গণহত্যাকারী বলতে পারে না, তারা আমাদের কীভাবে মানবাধিকার শিখাবে? আসিফ মাহতাব

by amirulislamluqman20@gmail.com

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব বলেছেন, জুলাই আন্দোলনের অনেক মাস্টারমাইন্ড আছে, যারা নিজে সামনে না গিয়ে আপনাদের পাঠিয়েছে।

শনিবার (২ আগস্ট) জুলাই আন্দোলনে হতাহতদের নিয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

আসিফ মাহতাব বলেছেন, আমি জুলাইয়ে খুব অল্প কিছু ভূমিকা রেখেছিলাম। অনেক মাস্টারমাইন্ড আছে আমরা জানি।

যারা আপনাদের শহীদ ও আহত করতে সামনে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু নিজে সামনে যায় না। আমি আমার ছেলেমেয়েদের সামনে গিয়ে বলেছি গুলি ওদের গায়ে আসার আগে এজ আ টিচার ইট শুট অন মি। ছাত্রদের গায়ে গুলি আসার আগে আমার গায়েও আসা উচিত। এই আদর্শ নিয়ে আমি সামনে ছিলাম। আমি কাউকে সামনে যেতে বলি নাই, যতক্ষণ না পর্যন্ত আমি নিজে সামনে ছিলাম।

তিনি আরো বলেন, জুলাইয়ে আমরা কী চাই? আমরা কী আশা করেছি? এটা নিয়ে দেখা যাচ্ছে সবাই হতাশ। এই হতাশাটা কি আমাদের প্রাপ্য ছিল? আমরা সংস্কার চাই। কিন্তু সংস্কারটা কী? সেটা আমরা যেটা চেয়েছি, সেটা কি পাচ্ছি কি না সেটা দেখার বিষয়।

আসিফ মাহতাব আরো বলেন, আরেকটা ইস্যু চলে আসছে মানবাধিকার অফিস। যেই ইউএন (জাতিসংঘ) এখন পর্যন্ত প্যালেস্টাইনে গণহত্যা হচ্ছে, সেটা পরিষ্কারভাবে বলতে পারে না ইসরায়েল গণহত্যাকারী। সে আমাদেরকে মানবাধিকার শিখাবে। ২০১৩ সালে যখন গণহত্যা করা হয়েছে আমাদের ওপর।

তারপরে শেখ হাসিনা আমাদের ওপর যে অত্যাচার করেছে তখন পর্যন্ত মানবাধিকার কোনো কাজ করতে পারেনি। এখন তারা আমাদের মানবাধিকার শেখাতে আসছে। এর থেকে হাস্যকর জিনিস আমি কখনো দেখিনি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222