বাংলাদেশ খেলাফত মজলিস আগামী ৫ আগস্ট প্রথম ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশব্যাপী ‘বিজয় র্যালি’ পালনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিকে সফল করতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। বছরের পর বছর ধরে চলা স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সেদিন ছাত্র-জনতা রাজপথে নেমে আসে। গণভবন অভিমুখে শান্তিপূর্ণ মিছিল করে তারা স্পষ্ট বার্তা দেয়—জনগণই রাষ্ট্রের মালিক।”
তিনি দাবি করেন, ওই দিনের গণ-আন্দোলনের চাপে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয় এবং তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন। “এই গণ-অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনীতিতে একটি মোড় ঘোরানো মুহূর্ত,”—বলেন মাওলানা জালালুদ্দীন।
বিবৃতিতে জানানো হয়, গত জুলাই মাসজুড়ে খেলাফত মজলিস ও তার সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী ‘বিজয়ের মাস’ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তারই ধারাবাহিকতায় ৫ আগস্ট (মঙ্গলবার) সারাদেশে ‘বিজয় র্যালি’ অনুষ্ঠিত হবে।
দলের মহাসচিব সকল মহানগর, জেলা ও উপজেলা শাখাকে সাংগঠনিক প্রস্তুতির মাধ্যমে র্যালি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালনের নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে তিনি আলেম-উলামা, ছাত্র, যুবক ও সমাজ সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ছাত্র-জনতার গণআন্দোলনকে কেন্দ্র করে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উত্থান ঘটে, যা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এক নতুন অধ্যায়ের সূচনা করে।
হাআমা/