আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যে পরিবহন ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করতে তোরঘুন্দি বন্দর সম্প্রসারণ এবং বিনিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি ও চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, আফগানিস্তানের হেরাত প্রদেশে অবস্থিত তোরঘুন্দি শুকনো বন্দরকে প্রাথমিকভাবে ৫০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগে সম্প্রসারণ করা হবে। এই প্রকল্পের আওতায় নতুন গুদামঘর নির্মাণ, বাণিজ্যিক পণ্য ওঠানামার জন্য আধুনিক অবকাঠামো ও বিভিন্ন কার্যকরী সুবিধা স্থাপন করা হবে।
আফগানিস্তানের জনকল্যাণ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হকশেনাস জানান, চুক্তিতে তোরঘুন্দি–হেরাত রেলপথ বরাবর নতুন সুবিধা চালুর কথা বলা হয়েছে, যা বাণিজ্যিক পণ্য পরিবহনে সহায়ক হবে।
বিনিয়োগের অর্থ দেবে তুর্কমেনিস্তান, তবে বাস্তবায়ন হবে আফগান ভূখণ্ডে এবং দেশটির আইন অনুযায়ী। প্রকল্প শেষ হওয়ার পর অবকাঠামো থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে তুর্কমেন কোম্পানিকে ব্যয় ফেরত দেওয়া হবে।
অর্থনীতিবিদরা বলছেন, রেল অবকাঠামোতে এই ধরনের বিনিয়োগ আফগানিস্তানের বাণিজ্যিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগে ব্যাপক ভূমিকা রাখবে। অর্থনৈতিক বিশ্লেষক মোহাম্মদ করিম আজিমি বলেন, “তুর্কমেনিস্তান আগ্রহীভাবে আফগান রেল খাতে বিনিয়োগ করছে; রাশিয়াও একই আগ্রহ দেখিয়েছে।”
কাবুল শিল্পপতি সমিতির সভাপতি আব্দুল জব্বার সাফি বলেন, “তুর্কমেনিস্তানের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ক রয়েছে। দক্ষিণ এশিয়ায় জ্বালানি রপ্তানির ক্ষেত্রে আফগানিস্তান করিডোর হিসেবে ব্যবহৃত হলে দেশটি বিশাল রাজস্ব পেতে পারে।”
উল্লেখ্য, তুর্কমেনিস্তান আফগানিস্তানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। বিদ্যুৎ, তেল ও গ্যাস সরবরাহ ছাড়াও দুই দেশ টিএপিআই গ্যাস পাইপলাইন, ফাইবার অপটিক নেটওয়ার্ক ও রেল প্রকল্পে একযোগে কাজ করছে।
এই চুক্তির বাস্তবায়নের ফলে আফগানিস্তান-তুর্কমেনিস্তান বাণিজ্য আরও গতিশীল হবে এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: টোলো নিউজ
অনুবাদ ও সম্পাদনা: হাসান আল মাহমুদ