গাজায় ১ কোটি ৩০ লাখ ডলার অনুদানের ঘোষণা অস্ট্রেলিয়ার

by amirulislamluqman20@gmail.com

গাজায় এক কোটি ৩০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

সোমবার (৪ আগস্ট) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। খাদ্য ও চিকিৎসা সরবরাহকারী মানবিক সংস্থাগুলোকে এ অনুদান দেওয়া হবে।

বিজ্ঞাপন
banner

খবর আল জাজিরার।

বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিভাগ জানায়, নতুন মানবিক করিডোর ঘোষণার কারণে সহায়তা দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং গাজায় অবিলম্বে পূর্ণমাত্রায় ত্রাণ সরবরাহ শুরু করতে ইসরাইলের প্রতি আহ্বান জানান। তিনি জানান, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে কাজ করে আসছে।

তিনি আরো বলেন, গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগ ও অনাহারের অবসান ঘটাতে হবে।

রোববার সিডনি হারবার ব্রিজে কয়েক হাজার ফিলিস্তিনপন্থীর বিক্ষোভের একদিন পর এই ঘোষণা দেওয়া হলো।

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও ওই বিক্ষোভে অংশ নেন। যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা। সিডনি হারবার ব্রিজে শান্তিপূর্ণ এ বিক্ষোভে অনেকে ছোট বাচ্চা নিয়েও হাজির হন।

এই মুহুর্তে যুদ্ধবিরতি দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করার দাবি জানান তারা। সেইসঙ্গে গাজায় দুর্ভিক্ষ বন্ধে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান বিক্ষোভকারীরা। ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিও করেন তারা।

এদিকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। একদিনে কমপক্ষে ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৮৬৬ জন। রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222