বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত অজ্ঞাতনামা ১১৪ জনের লাশ রায়েরবাজার কবরস্থান থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. মাহিদুল ইসলাম লাশ উত্তোলনের জন্য আবেদন করেছিলেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনের সময় প্রাণ হারানো ১১৪ জন নারী-পুরুষের পরিচয় এখনও অজানা। তাদের অশনাক্ত অবস্থায় রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। ভবিষ্যৎ আইনি পদক্ষেপ ও পরিচয় শনাক্তকরণের লক্ষ্যে তাদের কবর থেকে উত্তোলন প্রয়োজন।
আদালত নির্দেশনায় বলেন, উত্তোলনের পর মৃতদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে। এরপর আইনানুগভাবে পরিবারকে লাশ হস্তান্তর করা হবে।
ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে জেলা ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে বিকেলে উত্তোলনের কাজ শুরুর কথা থাকলেও তা অনিবার্য কারণে স্থগিত হয়। ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা জানান, কাজটি পরে শুরু হবে।
গত ২ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণকবর পরিদর্শন করে জানান, এখানে ১০০ জনের বেশি মানুষ দাফন করা হয়েছে, যাদের অনেকের পরিচয় এখনও অজানা। সরকার ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করতে চায়।