নুর আলম সিদ্দিকী >>>
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও বন্দর) আসনে ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে ‘মিনার’ প্রতীকে (নিবন্ধন নম্বর-৩২) মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত আলেম ও সমাজসেবক মাওলানা আব্দুদ দাইয়ান।
দলীয় সূত্র জানায়, নৈতিক আদর্শে বিশ্বাসী ও মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্ব হিসেবে সোনারগাঁ-বন্দর অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিবেচনায় তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আস্থার ভিত্তি গড়ে উঠেছে তার নির্ভীক দ্বীনি অবস্থান, নৈতিকতা ও সামাজিক কার্যক্রমকে কেন্দ্র করে।
মনোনয়ন ঘোষণার পরই স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উৎসাহ ছড়িয়ে পড়ে। সোনারগাঁ ও বন্দরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পোস্টারিং, গণসংযোগ ও শুভেচ্ছা মিছিল। সাধারণ মানুষের মুখেও আশার সুর—দীর্ঘদিন ধরে অবহেলিত এ অঞ্চলে ইসলামী নেতৃত্বের একটি বিকল্প ধারা গড়ে উঠতে পারে মাওলানা দাইয়ানের হাত ধরে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা আব্দুদ দাইয়ান বলেন,
“এ মনোনয়ন আমার একার নয়, এটা এলাকার সাধারণ জনতার প্রতি আস্থার প্রতিফলন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—জনগণের অধিকার, এলাকার উন্নয়ন এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বশক্তি দিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।”
স্থানীয় মনে করছেন, এই মনোনয়ন নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটের মাঠে একটি ভিন্নমাত্রা যুক্ত করবে। ইসলামী রাজনীতির পরিপ্রেক্ষিতে এখানে একটি ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাও দেখা দিতে পারে।
এনএ/