নুর আলম সিদ্দিকী >>>
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে ‘মিনার’ প্রতীকে (নিবন্ধন নম্বর ৩২) মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট আলেম, খতিব ও সমাজসেবক মাওলানা জাকির হোসাইন।
দলীয় সূত্র জানাগেছে, জনকল্যাণে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলে গ্রহণযোগ্যতার কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকেই এ আসনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার পরপরই সদর ও বন্দর উপজেলায় নেতাকর্মী ও ধর্মপ্রাণ সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
দলীয় মিছিল, পোস্টারিং ও গণসংযোগে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে এলাকাটি। মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও পাড়া-মহল্লায় শুরু হয়েছে দোয়া মাহফিল ও শুভেচ্ছা কর্মসূচি।
প্রতিক্রিয়ায় মাওলানা জাকির হোসাইন বলেন,
“এই মনোনয়ন আমার জন্য একটি ইবাদতের সুযোগ। আমি নির্বাচন করছি ক্ষমতার জন্য নয়, জনগণের হক আদায়, ইসলামি আদর্শ প্রতিষ্ঠা ও নৈতিক নেতৃত্ব ফিরিয়ে আনাই আমার লক্ষ্য।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারায়ণগঞ্জ-৫ আসনে ঐতিহ্যগত ভোট সমীকরণে এবার এক নতুন মেরুকরণ তৈরি হতে পারে। বিশেষত ভোটারদের একাংশ যদি একত্রিত হয়, তবে মাওলানা জাকির হোসাইন এই নির্বাচনে গুরুত্বপূর্ণ চমক দেখাতে পারেন।
এনএ/