নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী ঐক্যজোটের মনোনয়ন পেলেন মাওলানা বদরুল আলম

by amirulislamluqman20@gmail.com

আমিরুল ইসলাম লুকমান >>>

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনে ইসলামী ঐক্যজোট (নিবন্ধন নং-৩২) কর্তৃক মিনার প্রতীকে মনোনয়ন পেয়েছে জনপ্রিয় আলেম মাওলানা বদরুল আলম সিলেটি।

বিজ্ঞাপন
banner

ইসলামী ঐক্যজোটের প্রার্থী নির্বাচন কমিটি সূত্রে জানা গেছে, মাওলানা বদরুল আলম সিলেটি একজন যোগ্য, মানবদরদি, জনপ্রিয় ও ত্যাগী আলেম। দেশপ্রেম, জনকল্যাণ, দলের প্রতি নিবেদিতপ্রাণ এবং নৈতিক আদর্শে অবিচলতার কারণে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করা হয়েছে। কেন্দ্র আশা করছে, মাওলানা বদরুল আলম এই আসনে বিজয় ছিনিয়ে আসতে সক্ষম হবেন।

এদিকে, প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই রুপগঞ্জ এলাকায় ইসলামী ঐক্যজোটের কর্মী-সমর্থকদের মিছিল, গণসংযোগ, পোস্টারিং এবং ব্যাপক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। তারা মাওলানা বদরুল আলমের পক্ষে পাড়া-মহল্লা, বাজার-ঘাট, মসজিদ, স্কুল-কলেজে জনসংযোগ শুরু করেছেন। স্থানীয় ইসলামপ্রিয় ধর্মপ্রাণ মুসল্লী ও তরুণদের মাঝে মাওলানা বদরুল আলমের প্রতি ব্যাপক আগ্রহ-উদ্দীপনা দেখা গেছে।

ইসলামী ঐক্যজোটের প্রার্থী নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মাওলানা বদরুল আলম সিলেটি ৩৬নিউজকে বলেন,

‘ব্যক্তিগত কোনো স্বার্থে আমি নির্বাচনে প্রার্থী হয়নি। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই নির্বাচনে অংশ নিচ্ছি, ক্ষমতার চর্চার জন্য নয়। রুপগঞ্জের মানুষ ধর্মভীরু ও যোগ্য মানুষকে তাদের নেতা হিসেবে দেখতে চায়। এতদিন একভাবে মানুষের সেবায় কাজ করেছি, এখন রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে আরো ব্যাপকভাবে মানুষের জন্য কাজ করতে চাই। নৈতিক মূল্যবোধ ও জনকল্যাণে নিবেদিত থেকে কাজ করাই আমার অঙ্গীকার।’

স্থানীয়দের মতে, মাওলানা বদরুল আলম সিলেটি দীর্ঘদিন ধরে জুলুম অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনমুখী কর্মকাণ্ড, সামাজিক ও কল্যাণমূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার ধর্মীয় ও নৈতিক অবস্থান, এর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ তাকে আসনটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ আসনটি রাজনৈতিকভাবে সব সময়ই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। বড় দলের শক্তিশালী প্রার্থী থাকা সত্ত্বেও ইসলামী ঐক্যজোটের এই মনোনয়নকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে একটি ব্যতিক্রমী চমক হিসেবে দেখা হচ্ছে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222